
আগামী নির্বাচন অত্যন্ত কঠিন, তাতে শেখ হাসিনা বিজয়ী না হলে আমাদের সব অর্জন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২৭ মার্চ) রাজধানীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। জানান, আওয়ামী লীগ সরকারের তৈরি ডিজিটালমাধ্যম ব্যবহার করে তাদের বিরুদ্ধেই মিথ্যাচার করছে সরকারবিরোধীরা। তাদেরকে ‘নালিশ পার্টি’ উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সোচ্চার ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, এবার যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতসহ এগারোটি রাষ্ট্র শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বাংলাদেশের প্রশংসা করেছে। এমন নজির এর আগে কখনোই ছিল না বলেও দাবি করেন এ কে আব্দুল মোমেন।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply