Site icon Jamuna Television

ইসি সংলাপের আহ্বান জানালে জাতীয় পার্টি অংশ নেবে: রওশন এরশাদ

নির্বাচন কমিশন সংলাপের আহ্বান জানালে তাতে অংশ নেবে জাতীয় পার্টি। সোমবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামীতে সাংবিধানিকভাবে নির্বাচন হলে তাতে অংশ নেবে জাতীয় পার্টি। রমজানের পর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গা বলেন, রওশনপন্থীরাই আগামীতে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

/এমএন

Exit mobile version