Site icon Jamuna Television

রাজধানীর এলিফ্যান্ট রোডে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটিতে লাগা আগুন। সোমবার (২৭ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের আসার সংবাদ নিশ্চিত করেন। জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা নেই। মার্কেট থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে নয়তলা ভবনটির পাঁচতলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর ৫ মিনিট পরই দুর্ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল।

জানা গেছে, এ ঘটনায় ৫ তলার ৪-৫ টা দোকান পুড়েছে। আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/এমএন

Exit mobile version