Site icon Jamuna Television

‘জ্বালানি খাত কখনোই পুরোপুরি ভর্তুকি মুক্ত করা যাবে না’

বাংলাদেশের মতো দেশে জ্বালানি খাতকে কখনোই পুরোপুরি ভর্তুকি মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৭ মার্চ) বুয়েটের ‘ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট’ এর সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিটের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বললেন, দেশকে শক্তিশালী করতে জ্বালানি খাতকে টেকসই করতে হবে

জ্বালানি খাতকে টেকসই এবং এ খাতে আরও গবেষণা করতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এরমধ্য দিয়ে জ্বালানি খাতের উন্নয়নের স্বার্থে বুয়েটের নতুন এই ইনস্টিটিউট তাদের সক্ষমতা অনুযায়ী সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথতার ভিত্তিতে গবেষণা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

/এমএন

Exit mobile version