Site icon Jamuna Television

কেকেআরের নতুন অধিনায়কের নাম ঘোষণা

নীতিশ রানা। ছবি : সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। এতে নীতিশ রানা হয়েছেন কেকেআর কাপ্তান। সোমবার (২৭ মার্চ) এ ঘোষণা দেয় দলটি। খবর আনন্দবাজার পত্রিকার।

গত মৌসুমের আইপিএলে কেকেআরের নেতৃত্ব দেন শ্রেয়াস আইয়ার। সম্প্রতি ভারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীন পিঠে চোট পান শ্রেয়াস। তার ইনজুরির কারণে নীতিশকে বেছে নেয় দলটি।

আনন্দবাজারের খবরে বলা হয়, অধিনায়কত্বের তালিকায় ছিলেন অনেকেই। উইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল, বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস।

কেকেআরের পক্ষ থেকে বলা হয়েছে, নীতিশের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই তার ওপরে দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে। পাশাপাশি ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেই রয়েছেন তিনি। ফলে আশা করা যায়, তিনি দায়িত্বটা ভালো করে পালন করতে পারবেন।

এএআর/

Exit mobile version