Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার উপকূলে উদ্ধার দুই শতাধিক রোহিঙ্গা, এখনও নিখোঁজ অন্তত ১৩

ইন্দোনেশিয়া উপকূলে কমপক্ষে ২০০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। জীবিত ফেরাদের দাবি, এখনও নিখোঁজ কমপক্ষে ১৩ জন। খবর এপির।

সোমবার (২৭ মার্চ) বিষয়টি জানায় ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আচেহ’র পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেশকিছু কাঠের নৌকায় ভাসমান অবস্থায় ছিল এসব রোহিঙ্গা। কোস্টগার্ডের সহযোগিতায় তাদের উপকূলে আনা হয়। দীর্ঘ যাত্রা, খাদ্য ও পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের রাখা হয়েছে অস্থায়ী একটি শিবিরে।

এসব রোহিঙ্গারা জানান, মিয়ানমারে নতুনভাবে সেনাবাহিনীর চালানো হত্যা-নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছেন তারা। গত বছর নভেম্বর মাস থেকে ৯১৮ জন রোহিঙ্গা পৌঁছেছেন ইন্দোনেশিয়ায়।

এসজেড/

Exit mobile version