Site icon Jamuna Television

ইকুয়েডরে ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬

ইকুয়েডরের আন্দিয়ান অঞ্চলে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৫০ বাসিন্দা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার পর্যন্ত ২৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। টানা ভারী বৃষ্টিপাতের কারণে রোববার অঞ্চলটিতে ভূমিধসের ঘটনা ঘটে। তাতে ভেঙে পড়েছে ১৬৩ ঘরবাড়ি-স্থাপনা। কাদামাটির নীচে এখনো চাপা পড়ে আছেন অনেকে। সময়ের সাথে কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষ। প্রিয়জনের সন্ধানে দুর্গত এলাকায় অপেক্ষা করছেন বহু বাসিন্দা। ফায়ার সার্ভিস আর স্বেচ্ছাসেবীদের চেষ্টায় চলছে উদ্ধারকাজ।

গেল দু’সপ্তাহের বৈরী আবহাওয়ায় ভেঙে পড়েছে দেশটির বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।

ইউএইচ/

Exit mobile version