Site icon Jamuna Television

হঠাৎ বন্ধ হলো চুয়েট

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রভাবে ক্যাম্পাস অশান্ত হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে উপাচার্য রফিকুল আলমের সভাপতিত্বে সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সাথে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৯ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরুর কথা ছিলো। কিন্তু চলমান আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল থেকে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এ ঘোষণার পর থেকেই ক্যাম্পাস এবং আবাসিক হল ত্যাগ করতে শুরু করেন ছাত্র-ছাত্রীরা।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version