Site icon Jamuna Television

তিন দশকে স্পেনে মুসলিমদের সংখ্যা বেড়েছে ১০ গুণ

ছবি : সংগৃহীত

গত তিন দশকে স্পেনে ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সংখ্যা আগের চেয়ে ১০ গুণ বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে সেখানে মুসলিমদের সংখ্যা ২৫ লাখ এবং বেসরকারি হিসাব মতে প্রায় ৩০ লাখ। খবর আনাদোলু এজেন্সির।

সম্প্রতি আনাদোলু এজেন্সিকে ইসলামিক কমিশন অব স্পেনের সেক্রেটারি মোহামেদ আজানা জানান, আগে স্পেনের মুসলিম জনসংখ্যাকে পুরোপুরি অভিবাসী হিসেবে দেখা হতো। বর্তমানে স্পেনের নাগরিকদের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ স্থান আছে। তাদের মধ্যে ১০ লাখের বেশি মুসলিম স্পেনের নাগরিক রয়েছে। তা ছাড়া কিছুসংখ্যক অভিবাসী ও স্প্যানিশ বংশোদ্ভূত মুসলিমও আছে।

তিনি আরও বলেন, এখানে মুসলিমদের অধিকাংশ এসেছে মরক্কো, পাকিস্তান, বাংলাদেশ, সেনেগাল ও আলজেরিয়া থেকে। যাদের বেশির ভাগ কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া ও মাদ্রিদের মতো শিল্পোন্নত অঞ্চলে বাস করে।

জানা গেছে, বর্তমানে স্পেনে ৫৩টি ইসলামিক ফেডারেশন রয়েছে। এগুলো মুসলিমদের প্রয়োজনীয় ধর্মীয় ও সামাজিক সেবা দিয়ে থাকে। তাদের তত্ত্বাবধানে প্রায় দুই হাজারের মতো মসজিদ আছে। বিপুলসংখ্যক জনগোষ্ঠী হলেও পুরো দেশে মাত্র ৪০টি কবরস্থান আছে। মসজিদ নির্মাণের অনুমতি পাওয়াই মুসলিমদের প্রধান সমস্যা বলে মনে করা হয়। এছাড়া নানা সমস্যার মধ্যেও মুসলিমদের ধর্মীয় ও সামাজিক অধিকার অতীতের চেয়ে অনেক ভালো পর্যায়ে আছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে স্পেন সরকারের সঙ্গে খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সহযোগিতা চুক্তি হয়, যার মাধ্যমে মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংগঠনগুলোও আইনি ও সামাজিক অধিকার লাভ করে।

এএআর/

Exit mobile version