Site icon Jamuna Television

বিএনপি জন্মলগ্ন থেকে দেশবিরোধী রাজনীতি করে আসছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপি জন্মলগ্ন থেকে এই রাষ্ট্রের জন্মের মূলচেতনাবিরোধী রাজনীতি করে আসছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিবৃতিতে এ দাবি করেন তিনি। বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভূ-লুণ্ঠিত করেছে। গণতন্ত্রণকে নির্বাসনে পাঠিয়ে পাকিস্তানি ভাবাদর্শে বাংলাদেশকে পরিচালনা করেছিল। বর্তমান সময়ে আন্দোলনে ব্যর্থ হয়ে অসংলগ্ন প্রলাপ বকছে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই ধরনের মন্তব্য আওয়ামী লীগ নয় বরং শহীদের আত্মত্যাগেকে অপমানিত করেছে। একইসাথে সমগ্র জাতির ও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তার রাজনৈতিক অবস্থা স্পষ্ট করেছে বলেও জানান ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version