Site icon Jamuna Television

‘সৌদি সরকার বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী’

বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ বাড়ছে সৌদি সরকারের। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এতে জানানো হয়, সদ্য অনুষ্ঠিত ইনভেস্ট সামিটে সৌদি আরব বাংলাদেশকে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সহায়তা করেছে। আরও ১২০ কোটি ডলার বিনিয়োগ আসবে, যা পাইপলাইনে রয়েছে।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বললেন, সৌদি সরকার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে জোর দেয়। তাই সৌদির সঙ্গে ইরানের সমঝোতাপূর্ণ সম্পর্কে আঞ্চলিকভাবে প্রভাব পড়বে না।

তিনি জানিয়েছেন, বন্যার্তদের সহায়তায় সিলেটসহ ৫টি জেলায় ৬ হাজার ২শ’ ৮৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে সৌদি সরকার। আগামী ২-১ দিনের মধ্যে বাংলাদেশে ৭৫ টন খেজুর সরবরাহ করা হবে। স্বাস্থ্য, বিনিয়োগ ও সমুদ্র সহায়তাবৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্কন্নোয়নে দুই দেশ গভীরভাবে কাজ করছে।

/এমএন

Exit mobile version