Site icon Jamuna Television

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।

এর আগে, ভোরে শহরের দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদরের ফজর আলী (৪৩), রফিকুল ইসলাম (২৯) এবং রবিন মিয়া (২১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ভোর সাড়ে চারটার দিকে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপনে সংবাদ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও ৫ থেকে ৬ জন। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি চাইনিজ কুড়াল এবং ১টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

ইউএইচ/

Exit mobile version