Site icon Jamuna Television

তেলেগু বক্স অফিসে ত্রিমুখী লড়াই; ধামাকা নিয়ে আসছেন প্রভাস, মহেশ বাবু ও রামচরণ

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

দক্ষিণ ভারতের সবচেয়ে বড় উৎসব হলো ‘পোঙ্গাল বা সংক্রান্তি’। এ উৎসবকে ঘিরে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য অর্জন করে থাকে। এ সময় বড় তারকাদের নিয়ে বড় বাজেটের সিনেমা মুক্তি দিতে আগ্রহী থাকেন দক্ষিণী নির্মাতারাও। তবে এবারের সংক্রান্তিতে বক্স অফিসে তেলেগু সিনেমার ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শকরা।

নতুন বছরে নিজেদের সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিন তেলেগু সুপারস্টার। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় উৎসব সংক্রান্তিতে সিনেমা মুক্তির দৌড়ে রয়েছেন প্রভাস, মহেশ বাবু এবং রাম চরণের মতো তারকা। এরমধ্যে দুটি সিনেমার মুক্তি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা। অন্যটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

জানা গেছে, ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘প্রোজেক্ট কে’। বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর ‘প্রোজেক্ট কে’ সাম্প্রতিক সময়ের প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। প্রভাস ছাড়াও দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চন। দর্শকদের অসাধারণ একটি অ্যাকশন ধামাকা উপহার দিতে সব চেষ্টাই করছেন নির্মাতা নাগ আশ্বিন।

জানা গেছে, ভবিষ্যতের পৃথিবীকে পর্দায় ফুটিয়ে তুলতে দুর্দান্ত সব ভিএফএক্সের ব্যবহার থাকছে ‘প্রোজেক্ট কে’তে। পুরো গল্পকে দর্শকদের জন্য নিয়ে আসতে সিনেমাটি দুই পর্বে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘প্রোজেক্ট কে’ ছাড়াও সম্প্রতি আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা শোনা গেছে। আগামী বছরের ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত নতুন একটি সিনেমা। মহেশ বাবু অভিনীত নাম ঠিক না হওয়া সিনেমাটি আপাতত ‘এসএসএমবি ২৮’ হিসেবে পরিচিত। অ্যাকশন গল্প নির্ভর এ সিনেমার ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এর মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর ত্রিবিক্রম শ্রীনিবাস ও মহেশ বাবু একসাথে কাজ করতে যাচ্ছেন।

এদিকে, আগামী সংক্রান্তিতে আরও একটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। গুঞ্জন আছে, একই সময় মুক্তি পেতে পারে শঙ্করের পরিচালনায় রাম চরণ অভিনীত  ‘আরসি ১৫’। সম্প্রতি গানের চিত্রায়নের মাধ্যমে শেষ হয়েছে দৃশ্য ধারনের কাজ। জানা গেছে, বিশাল বাজেটে নির্মিত এ সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘সিইও’। এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানী। জানা গেছে রাজনৈতিক গল্পের নতুন এ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে রাম চরণকে।

২০২৩ সালের সংক্রান্তিতেও তেলুগু বক্স অফিসে দেখা গিয়েছিল বিশাল সংঘর্ষ। সে সময় সুপারস্টার অজিত কুমারকে টেক্কা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল থালাপতি বিজয়ের ‘ভারিসু’। দেখা যাক, আগামী সংক্রান্তিতে মহেশ, প্রভাস ও রামচরণের মতো তারকার মধ্যে কে হয় বক্স অফিসের ‘রাজা’।

/এসএইচ
        

Exit mobile version