Site icon Jamuna Television

নতুন গাড়ি কিনলেন শাহরুখ

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

গত ২৫ জানুয়ারি মুক্তির পর এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে শাহরুখের সিনেমা ‘পাঠান’। এ খবরটি পুরানো হলেও নতুন খবর হলো আবারও গাড়ি কিনেছেন বলিউড বাদশাহ। জানা গেছে, নতুন কেনা গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

যদিও নতুন গাড়ি নিয়ে শাহরুখ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি; তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই ছড়িয়ে পড়েছে তার নতুন গাড়ির ছবি ও ভিডিও।

জানা গেছে, বিশ্বখ্যাত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক রোলস রয়েসের নতুন মডেলের একটি গাড়ি কিনেছেন শাহরুখ। এ ধরনের গাড়ির প্রতি আগে থেকেই দুর্বল শাহরুখ, তার সংগ্রহে আছে বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের গাড়ি। তবে নতুন কেনা এ রোলস রয়েস দামের দিক থেকে আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে।

শাহরুখ মনে করেন, ‘৫’ তার জন্য শুভ সংখ্যা। সাধারণত নিজের গাড়ির লাইসেন্সের চারটি সংখ্যার মধ্যে ‘৫’–কে রাখার চেষ্টা করেন শাহরুখ। শাহরুখের নতুন সাদা রঙয়ের রোলস রয়েসের লাইসেন্স নম্বরেও রয়েছে একাধিক ‘৫’।

/এসএইচ

Exit mobile version