Site icon Jamuna Television

বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সুষ্ঠু নির্বাচন দরকার: ব্রিটিশ হাইকমিশনার

দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে; এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে শেষ সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার। সেখানে মঙ্গলবার (২৮ মার্চ) সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করেন তিনি। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসার আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ সময় ধন্যবাদ জানান ডিকসন। বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়।

/এমএন

Exit mobile version