Site icon Jamuna Television

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

ছবি: সংগৃহীত

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা।

মাহি লেখেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তবে কী জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য তখন স্পষ্ট করেননি এই নায়িকা।  

এর আগে, ২০২১ সালের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ ১৩ সেপ্টম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল

সম্প্রতি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলা ও এক ব্যবসায়ীর করা জমি দখলের মামলা হয়।

চলতি বছরের ১৮ মার্চ ওমরাহ করে দেশে ফেরার পর মাহিকে গ্রেফতার করে পুলিশ। পরে সেদিনই কারাগারে প্রেরণের পর তাকে জামিন দেয়া হয়।

/এনএএস

Exit mobile version