Site icon Jamuna Television

আর্জেন্টিনার হয়ে শত গোলের রেকর্ড মেসির; করলেন হ্যাটট্রিকও

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। একইসাথে ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিকও তুলে নেন আর্জেন্টাইন তারকা। বুধবার (২৯ মার্চ) কুরাসাওর বিপক্ষে আকাশী-নীলদের গোল উৎসবের দিন প্রথমার্ধেই হ্যাটট্রিক তুলে নেন এলএমটেন।

এরআগে পানামার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক গোল করেছিলেন কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কুরাসাওর বিপক্ষে ২০ মিনিটের মাথায় গোলপোস্ট ভেদ করে ম্যাজিক্যাল হান্ড্রেড ছুঁয়ে ফেলেন মেসি। বক্সের মধ্যে বল নিয়ে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডানে গিয়ে নিচু শটে প্রথম গোল পান ফুটবল শাসক।

অবশ্য ১২ মিনিটে মন্টিয়েলের কাট ব্যাক থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন মেসি। তাকে রুখে দেন কুরাসাও গোলকিপার। ৩৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। চার মিনিট বাদে পূরণ করেন জাতীয় দলের হয়ে নবম হ্যাটট্রিক।

আর্জেন্টিনার বড় জয়ের ম্যাচে একটি করে গোল করেন নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেস, আনহেল ডি মারিয়া ও গনসালো মন্টিয়েল। এতে ৭-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন স্কালোনি শিষ্যরা।

এএআর/

Exit mobile version