Site icon Jamuna Television

গোপালগঞ্জে দুটি গাড়ির সংঘর্ষ; দগ্ধ তিন

গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটর সাইকেল সংঘর্ষে পর দুটি গাড়িতে আগুন লেগে দগ্ধ হয়েছেন তিনজন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাইক্রোবাসে করে কয়েকজন কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদরে প্রতিমা দেখতে আসেন। ফেরার পথে পাচুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এসময় দুটি গাড়ির তেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়।এতে তিনজন আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version