Site icon Jamuna Television

‘বিএনপির সহিংস কার্যক্রমের বিচার জনগণই করবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সহিংস কার্যক্রমের বিচার জনগণই করবে। আজ বুধবার বঙ্গমাতা শেখ ফজিলতুনন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে। তাদের এসব কার্যক্রম দেউলিয়াত্বের প্রমাণ।

এর আগে, শ্রদ্ধা জানানো শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।

Exit mobile version