Site icon Jamuna Television

সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশনে টস হেরে প্রথমে ব্যাটিং করবে সাকিব আল হাসানের দল।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন আহমেদ বোলিং তোপে বৃষ্টি আইনে ২২ রানে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। সিরিজ জয়ের মিশনে এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের এদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের সাথে বাতাস বয়ে যাচ্ছে সাগরিকায়। অন্যদিকে, সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের কাছে। এক পরিবর্তন নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডাইয়ার, লোরকান টাকার(উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।

/আরআইএম

Exit mobile version