Site icon Jamuna Television

ইসরায়েলে বিতর্কিত ‘সংস্কার পরিকল্পনা’ স্থগিতের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

ইন্টারনেট থেকে নেয়া ছবি।

বিতর্কিত ‘বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা’ স্থগিতের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলে। স্বস্তি ফিরলেও নেতানিয়াহু সরকারের ওপর আস্থা রাখতে পারছে না ইসরায়েলিরা। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৮ মার্চ) তেলআবিবের রাজপথে নামে হাজারও মানুষ। গণতন্ত্রের দাবিতে শ্লোগান ছিল তাদের কণ্ঠে। তবে শিগগিরই একটি সমন্বিত সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, রাজনীতিবিদদের মধ্যে বিভক্তি দূর করে সমঝোতার লক্ষ্যে চলছে আলোচনা।

বিচার বিভাগ সংস্কার আইনের বিপক্ষে গত তিন মাস ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে। যা চরম সহিংসতায় রূপ নেয় চলতি সপ্তাহে। তীব্র আন্দোলনের মুখে অবশেষে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন কয়েক সপ্তাহ পেছানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গৃহযুদ্ধ এড়াতে রাজনীতিবিদদের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি।

/এসএইচ

Exit mobile version