Site icon Jamuna Television

শাটল ট্রেনে পা হারালেন চবি শিক্ষার্থী

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন রবিউল হোসেন নামে এক শিক্ষার্থী। আজ বুধবার সকাল আটটার দিকে ষোলশহর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ষোলশহর এলে দ্রুত রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন। এতে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহুরুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

Exit mobile version