Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় রুশ-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবো: ট্রাম্প

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।

সম্প্রতি সংবাদমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ যুদ্ধ তিনি ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারেন এবং তা সম্পূর্ণ শান্তি আলোচনার মাধ্যমেই।

তিনি বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরও ইউক্রেন যুদ্ধ যদি না থামে এবং তিনি নির্বাচিত হয়ে ফের হোয়াইট হাউসের ক্ষমতায় যান, তবে মাত্র ‘এক দিনের মধ্যে’ শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার নিজের মধ্যে আলোচনা ‘সহজ’ হবে বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, ২০২০ সালে আমি পুনরায় নির্বাচিত হলে এই যুদ্ধ শুরুই হতো না।

এএআর/

Exit mobile version