Site icon Jamuna Television

ঢাবির ক্যানটিনগুলোয় খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যানটিনে খাবারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ মার্চ) সকালে অপরাজেয় বাংলার সামনে এ মানববন্ধন করেন তারা। বলেন, একদিকে বন্ধ হয়ে আছে ডাইনিং সিস্টেম, অন্যদিকে ক্যানটিনে খাবারের দাম আকাশচুম্বী। তার সাথে মানও ভালো না।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার জায়গাকে বিকশিত করার জন্য শিক্ষার্থীদের সুস্বাস্থ্য খুবই জরুরি। তার জন্য সুলভ, পুষ্টিকর ও মানসম্মত খাবারের ব্যবস্থা থাকা দরকার। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।

এ সময় শিক্ষার্থীরা কয়েকদফা দাবি জানান। এর মধ্যে কম টাকায় প্রয়োজনীয় পুষ্টিমানসম্পন্ন খাবার নিশ্চিত করা, খাবারের মূল্যতালিকা টাঙিয়ে নির্ধারিত দাম ও মান নিশ্চিত করতে তদারকি করতে হবে। দ্রুত ক্যান্টিনগুলো বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের তত্ত্বাবধানে নিয়ে এসে ডাইনিং পদ্ধতি চালু করতে হবে।

ইউএইচ/

Exit mobile version