Site icon Jamuna Television

৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন বিক্রেতা

বাজারে গরুর মাংসের দাম যখন কেজিপ্রতি ৭শ’ টাকা ছাড়িয়েছে, তখন ৫৮০ টাকা কেজিতে মাংস বিক্রি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বগুড়ার এক মাংস বিক্রেতা। এই দামে রোজ ৩শ’ থেকে ৪শ’ কেজি মাংস বিক্রি করছেন তিনি। দোকানে ভোর থেকে দিনভর থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কেউ পান কাঙ্ক্ষিত মাংস। দু-তিন দিন খালি হাতে ফিরে যাবার পর আবার মাংস কিনতে পারেন।

বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী মোড়ে কালু কসাইয়ের দোকানে এমন দৃশ্য দেখা মেলে প্রতিদিন। ভোরের আলো ফোটার পর থেকে দুপুর পর্যন্ত বেচাকেনা চলে।

কালু কসাইয়ের ছেলে হোসাইন জানান, বছর খানেক ধরে আশপাশের বাজারে ৬৫০ টাকা দর থাকলেও তারা ৫৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করেছেন। গরুর দাম বাড়াতে থাকায় সপ্তাহখানেক আগে ৩০ টাকা বাড়াতে হয়েছে কেজি প্রতি। তুলনামূলক কমে গরুর মাংস কিনতে ভিড় বেড়েছে দোকানে। আশপাশের গ্রাম তো বটেই বগুড়া শহর থেকে প্রতিদিন শত শত মানুষ মাংস কিনতে যান সেখানে। বিক্রেতা জানান, তূলনামূলক কম দামে বিক্রি করায় অন্যদের চেয়ে লাভ কম হচ্ছে।

/এমএন

Exit mobile version