Site icon Jamuna Television

এআই’র কারণে চাকরি হারাতে পারেন ৩০ কোটি মানুষ

ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে প্রায় ৩০ কোটি মানুষ চাকরি হারাতে পারেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে নতুন কর্মসংস্থানও তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, শ্রমবাজারে এআইয়ের ব্যাপক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে ও ইউরোপের দুই-তৃতীয়াংশ মানুষ ফুলটাইম চাকরি হারাতে পারেন। মার্কিন কোম্পানিগুলো ২৫-৫০ শতাংশ মানুষের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করতে পারে।

অবশ্য শ্রম উৎপাদনশীলতা বাড়াতে পারে এআই। সবমিলিয়ে বৈশ্বিক জিডিপি ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে এটি। যেসব কাজে প্রচুর শারীরিক শ্রম প্রয়োজন, সেগুলোতে প্রভাব কম পড়বে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে অফিস ও প্রশাসনিক সহায়তার চাকরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে এআই।

সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ এবং ইউরোপে ২৪ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে এআই।

/এনএএস

Exit mobile version