Site icon Jamuna Television

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

দেশে বেকারের সংখ্যা কমেছে। কাজে না থাকা মানুষের সংখ্যা এখন ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৯০ হাজার। আর বেকার নারীর সংখ্যা ৯ লাভ ৪০ হাজার। বেকারের সংখ্যা ৩ দশমিক ৬ ভাগ। যা আগে ছিল ৪ দশমিক ২ ভাগ।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপের তথ্য প্রকাশ করে। বলা হয়, কাজে কর্মরত মানুষের সংখ্যা ৭ কোটি ৭ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ। আর নারী ২ কোটি ৫৯ লাখ। দেশের শ্রমবাজারে থাকা মোট মানুষের সংখ্যা ৭ কোটি ৩৪ লাখ।

জরিপের তথ্যনুযায়ী, কাজে নিয়োজিত থাকা ৮০ ভাগ মানুষ চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে কাজ করছেন। বাকিরা নিজেদের দৈনন্দিন খাবার উৎপাদনের কাজে নিয়োজিত আছেন। জরিপে জানানো হয়, দেশের শ্রমবাজারে থাকা মোট মানুষের সংখ্যা ৭ কোটি ৩৪ লাখ। ৫ বছর আগে যা ছিল ৬ কোটি ৩৩ লাখ।

এখন থেকে সরকার ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করবে বলে জানানো হয়।

/এমএন

Exit mobile version