Site icon Jamuna Television

‘বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনার বিষয়ে আশাবাদী ইসি’

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি।

বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনার বিষয়ে নির্বাচন কমিশন আশাবাদী বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর। বললেন, অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই আলোচনার আহ্বান জানিয়েছে ইসি।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনে এ কথা জানান তিনি। বলেন, সব দল অংশ নিলে উৎসবমূখর ভোটের পরিবেশ তৈরি হয়। তাতে অনিয়মের মাত্রা কমে আসে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন এই নির্বাচন কমিশনার।

গত বৃহষ্পতিবার (২৩ মার্চ) বিএনপিকে আলোচনার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। তবে তিনদিন পরই প্রধান নির্বাচন কমিশনার কাজী কাবিবুল আউয়াল বলেন, সংলাপ নয় অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন তারা।

/এমএন

Exit mobile version