Site icon Jamuna Television

ছেলের সাথে ঝগড়া করে সন্তান দত্তক নেয়ার আভাস বাবার

ছবি: সংগৃহীত

সন্তানের সাথে ঝগড়া হওয়ায় অন্য সন্তান দত্তক নেয়ার কথা আভাস দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বাবা। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ভারতে। খবর এই সময়’র।

প্রতিবেদনে বলা হয়, রাতে বাবার সাথে ছেলের তর্ক হয়। এরপর সকালে ফোন বাবার স্ট্যাটাস নজরে আসে ছেলের। ছেলের প্রতি বেশ অভিমানে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন, এতদিনে বুঝতে পারলাম যে, বাগবান সিনেমায় নিজের চার ছেলে থাকা সত্ত্বেও কেন অমিতজি (অমিতাভ বচ্চন) আরেক সন্তান দত্তক নিয়েছিলেন।

বাবার এই স্ট্যাটাস দেখে অবাক হয়ে ছেলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের একটি স্ত্রিনশট টুইটারে শেয়ার করেন। সাথে লেখেন, গত রাতে বাবার সাথে সামান্য তর্ক হয়েছিল। আর এই হলো বাবার সকালের হোয়াটসঅ্যাপ স্টোরি।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

/এনএএস

Exit mobile version