Site icon Jamuna Television

৫ দিনের ব্যবধান রাজবাড়িতে আবারো গলাকাটা লাশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পাঁচদিনের ব্যাবধানে আবারও গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে জেলা সদরের আটদাপুনিয়া গ্রামে গৃহবধূ আদুরী বেগম (২৫) এর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর শ্বশুর করিম মৃদ্ধা জানায়, গত দুই মাস আগে তার ছেলে মিজানুর কক্সবাজারের উখিয়ায় কাজে যায়। আদুরী দুই ছেলেকে নিয়ে একটি পাটকাঠির ঘরে থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায় বিছানার উপরে আদুরীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। শিশুদের হাতে পায়ে রক্তের দাগ। পরে স্থানীয় মেম্বার কে খবর দেওয়া হয়।

সদর থানার এস আই বদিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট শুক্রবার জেলা সদরের পশ্চিম মূলঘর থেকে দাদী ও নাতনীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ঘটনার সঠিক কারণ ও হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ।

Exit mobile version