Site icon Jamuna Television

গাজীপুরে পতিত জমিতে তৃতীয় লিঙ্গের মানুষদের কৃষিকাজ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় একদল তৃতীয় লিঙ্গের মানুষ শুরু করেছেন কৃষিকাজ। স্থানীয়দের পড়ে থাকা ১৫ বিঘা জমির মাটি নিজহাতে উর্বর করে চাষ করেছেন লালশাক, মরিচ, পেঁয়াজ, লাউসহ নানা জাতের সবজি। ঘাম ঝরানো পরিশ্রমে এবার মরিচের ফলন হয়েছে সবচেয়ে বেশি। আর বাড়ির উঠানে শুকানো এসব পেঁয়াজও ক’দিন আগেই তুলেছেন নিজ ক্ষেত থেকে। চড়া দামে বিক্রির উদ্দেশে শুকিয়ে রাখছেন ঘরে।

এদিকে স্থানীয়রাও তাদের এমন কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের সরদার বলছেন, সুযোগ পেলে সাধারণ মানুষের মতো তারাও যে কাজ করতে পারেন-সেটিই প্রমাণ করছেন তারা। একটু সহযোগিতা পেলে দেশ ও দশের জন্য তৃতীয় লিঙ্গের মানুষজন অবদান রাখতে পারবেন বলে জানান হিজরাদের এই গুরু মা।

দীর্ঘদিন ধরে কোনাবাড়ি এলাকায় প্রায় ৫০ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বসবাস করেন। বর্তমানে অন্যের কাছ থেকে পাওয়া টাকা জমিয়ে কৃষিকাজ করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন তারা।

এটিএম/

Exit mobile version