Site icon Jamuna Television

শ্বাসযন্ত্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভ্যাটিকান। খবর বিবিসির।

খবরে শঙ্কা জানানো হয়, বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে পোপ ফ্রান্সিসকে। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন ৮৬ বছর বয়সী পোপ। তবে তিনি কোভিড আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে।

ইস্টারের আগে এই সময়টিতেই সাধারণত সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন পোপ। অংশ নেন নানা ধরনের ধর্মীয় আয়োজনে। পোপের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে পোপের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ ছড়িয়েছে নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সেও। গত কয়েক মাস ধরে চলাচলে হুইল চেয়ার ব্যবহার করছিলেন পোপ। ২০২১ সালে একটি অস্ত্রোপচার করা হয় তার শরীরে।

এএআর/

Exit mobile version