Site icon Jamuna Television

ফাঁদ, কাঁচা ও রান্না করা মাংসসহ সুন্দরবন থেকে দুই হরিণ শিকারী আটক

আটককৃত দুই হরিণ শিকারী।

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন-সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে হরিণ শিকারের ফাঁদ, কাঁচা ও রান্না করা মাংসসহ দুই শিকারীকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে কোবাদক স্টেশনের বিশেষ অভিযানে তদের আটক করা হয়। আটককৃতরা হলো- শ‍্যামনগরের মজিবার গাজী (৫২) ও ময়নুদ্দিন শেখ (৪০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, সুন্দরবনের সাপখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের কাঁচা ও রান্না করা মাংস উদ্ধার করা করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয়েছে হরিণের চারটি পা, একটি মাথা, এক বস্তা হরিণ ধরার ফাঁদ। তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version