Site icon Jamuna Television

কলম্বিয়ায় গেরিলা হামলায় ৯ সেনা নিহত

ছবি : সংগৃহীত

কলম্বিয়া সীমান্তে গেরিলা দল ইএলএন’র গোলাগুলিতে দেশটির ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) নরতে দে সান্তাদের এলাকায় এ হামলা চালানো হয়। যা ভেনেজুয়েলা সীমান্তের লাগোয়া শহর। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ওই হামলা বিদ্রোহী গোষ্ঠী ও সরকারের মধ্যকার সমঝোতা চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। হামলার স্থলটি কোকা এবং কোকেইন উৎপাদনের জন্য বেশ জনপ্রিয় শহর।

এদিকে হামলার পর শান্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো। এছাড়া মধ্যস্থতাকারী দেশ মেক্সিকো-ভেনেজুয়েলা-চিলিকেও জানানো হয়েছে আমন্ত্রণ।

প্রসঙ্গত, পুরো আন্দিয়ান এলাকায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে গত বছর পুনরায় আলোচনা শুরু করে সরকার। এএলএন গেরিলাদের ৬ দশক ধরে চালানো সহিংসতায় প্রাণ গেছে সাড়ে ৪ লাখ মানুষের।

এএআর/

Exit mobile version