Site icon Jamuna Television

বাবা-মাকে কুপিয়ে হত্যা: ছেলের মৃত্যুদণ্ড

সিলেটে বাবা-মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে ধারালো অস্ত্র নিয়ে কোপ দেন রাহেল। এতে ঘটনাস্থলে বাবা ও পরে মায়ের মৃত্যু হয়।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

এএআর/

Exit mobile version