Site icon Jamuna Television

ঈদে ফেরিতে ৭ দিন সাধারণ ট্রাক চলাচল বন্ধ থাকবে

ঈদের দিন এবং আগে ও পরে তিনদিন করে মোট ৭ দিন ফেরিতে সাধারণ ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে পঁচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা যাবে।

ঈদে নৌ চলাচল ব্যবস্থা নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আরও জানান, মোটরসাইকেল চলাচলের জন্য শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা আছে। এমনিতে হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঈদের সময় নির্ধারিত ভাড়াতে নৌযান চলাচল করবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সদরঘাট এলাকায় ঈদের সময় ছোট ছোট নৌযান চলবে না। কোনো নৌকা দিয়ে লঞ্চে উঠাও যাবে না। আরিচা, পাটুরিয়া, চাঁদপুর, কাজিরহাট রুটে ফেরি চলাচল ঈদের সময় বাড়ানো হবে। উপকূলীয় অঞ্চলে সি-ট্রাক চলাচলও বাড়বে।

/এমএন

Exit mobile version