Site icon Jamuna Television

প্রাথমিকভাবে অপরাধ মনে করায় প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা: আইনমন্ত্রী

প্রাথমিকভাবে অপরাধ মনে করায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগ তদারকির জন্য সেলে পাঠানো হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। বললেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে, সেখানে একটি ভিডিও ক্লিপের কথা আছে। সেখানে যে তথ্য-উপাত্ত আছে, তাতে মামলাটি পরীক্ষা নীরিক্ষার জন্য ডিজিটাল সেলে পাঠানোর প্রয়োজন হয়নি। এই মামলায় ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যাবহার হয়নি। এই মামলা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। স্বাধীন সাংবাদিকতায় বাধা নেই।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মামলা হওয়ার পরই শামসকে গ্রেফতার করা হয়েছে। ২-৩ টি মামলা হয়েছে। আরও মামলা হওয়ার কথা শুনেছি।

/এমএন

Exit mobile version