Site icon Jamuna Television

মুরগির বাজারে কৃত্রিম সংকট করে হাজার কোটি টাকা লুট: ক্যাব

মুরগির বাজারে কৃত্রিম সংকট তৈরি করে হাজার কোটি টাকা লুট করেছে সিন্ডিকেট। অতিরিক্ত মুনাফা লাভের জন্যই রোজার আগে এমন দাম বাড়ানো হয় বলে অভিযোগ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর নেতারা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের কারসাজিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে এ অভিযোগ করেন ক্যাবের নেতারা। ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে এ সময় দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সারাদেশে রেশন চালু করতে হবে। পাশাপাশি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে খাদসামগ্রী সরবরাহের দাবিও জানানো হয়। আরও বলা হয়, লুটপাটকারীদের সিন্ডিকেট ভেঙে সরকারকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে।

যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়ে অত্যাধিক মুনাফা করছে, তাদের চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ক্যাবের নেতারা।

/এমএন

Exit mobile version