Site icon Jamuna Television

১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে না পারা পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেউ-ই দায়মুক্ত হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। এ বিষয়ে দ্রুত কমিশন গঠনের দাবিও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, শুধু সপরিবারে হত্যা নয় বরং নৃশংস এই হত্যার যাতে কোনো বিচার না হয়, সেজন্য আইন পাস করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের সরকাবিভাবে পুরস্কৃতও করেছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের কূটচালেই জিয়াউর রহমান এমন কাজ করেছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বের কারণেই ‘৭৫-এ আঘাত আসার পরও দেশের মানুষকে নিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে বলেও জানান আ ক ম মোজ্জাম্মেল হক।

/এমএন

Exit mobile version