Site icon Jamuna Television

চেয়ার নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে গুলি

অফিসে একটি চেয়ার নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে গুলি করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। এতে বিশাল (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বিশাল গুরুগ্রামের ফিরোজ গান্ধীর ৯ নং সেক্টরের বাসিন্দা। খবর এনডিটিভির।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ মার্চ) অফিসে একটি চেয়ার নিয়ে বিশালের সাথে দ্বন্দ্ব বাধে আমান জাঙ্গরা নামে তারই এক সহকর্মীর সাথে। ওইদিন ব্যাপক কথা কাটাকাটি হয় দু’জনের মধ্যে। পরদিন বুধবার ফের ওই চেয়ার নিয়ে বিশালের সাথে ঝগড়া বাধে আমানের।

আহত বিশাল নিজের জবানবন্দিতে জানিয়েছেন, বুধবার চেয়ার নিয়ে দ্বন্দ্বের পর অফিস থেকে রাগ করে বেরিয়ে যান তিনি। এ সময় রাস্তা দিয়ে হাঁটার সময় আমান তাকে পেছন থেকে গুলি কিরে পালিয়ে যায়।

এ ঘটনায় খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিশালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশালের ভাই বাদী হয়ে আমানের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আমানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এসজেড/

Exit mobile version