Site icon Jamuna Television

‌’মা ছিলেন আসল গেরিলা’

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সময়ের সাথে সাথে বঙ্গমাতার ত্যাগ আর অবদান ইতিহাসের পাতায় আরও সমুজ্জল হবে।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম মুজিবের জীবনের নানা দিক তুলে ধরেন আলোচকরা।

এসময় তিনি আরো বলেন, মা ছিলেন আসল গেরিলা। নেপথ্যে থেকে তিনি আন্দোলনটাকে গড়ে তুলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে বঙ্গবন্ধুর নাম থাকলেও যে মানুষটি সারা জীবন তাঁর ছায়াসঙ্গী হয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন সে ইতিহাস অজানা। স্বাধীন বাংলার স্থপতি কিংবা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হয়েও মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া ছিল না বঙ্গবন্ধুর সহধর্মিনীর।

শেখ হাসিনা জানান, স্বাধীনতা সংগ্রামের নানা ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফজিলাতুন্নেছা মুজিবের সময়োচিত সিদ্ধান্ত। বঙ্গমাতার ব্যক্তিত্ব, ত্যাগ, দৃঢ় মনোবল এবং দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা নারী সমাজকে অনুকরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ সবার বিদেহী আত্মার শান্তি কামনা করেন শেখ হাসিনা।

Exit mobile version