Site icon Jamuna Television

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন মরকেল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরনে মরকেল। এর পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হচ্ছে। আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। আইপিএল শেষ হলেই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেবেন তিনি। খবর ইএসপিএন ক্রিকইনফো’র।

এদিকে আরেক দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার থাকবেন পাকিস্তানের প্রধান পরামর্শক হিসেবে। পাশাপাশি সহকারী কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, বোলিং কোচ মরনে মরকেল এবং অ্যান্ড্রু পুটিক সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব। এতে এখন পাকিস্তানের কোচিং প্যানেলের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকান কোচের দখলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, নামিবিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন মরনে মরকেল। ২০২২ টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফের সাথেই ছিলেন তিনি। এ ছাড়া মরকেল এসএ২০-র ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন। পাশাপাশি নিউজিল্যান্ডের নারী দলের বোলিং কোচের দায়িত্বেও দেখা গেছে এই পেসারকে।

শন টেইট ও সাকলাইন মুশতাক পাকিস্তানের দলের কোচের দায়িত্ব ছাড়ার পর পূর্ণকালীন কোনো কোচকে দায়িত্ব দেয়নি পাকিস্তান। অন্তর্বর্তীকালীন কোচ আবদুল রহমানের অধীনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান, যা ২-১ ব্যবধানে হেরে যায় তারা।

/আরআইএম

Exit mobile version