Site icon Jamuna Television

৫ সিটিতে ভোটের সিদ্ধান্ত আসতে পারে ৩ এপ্রিল

আগামী সোমবার (৩ এপ্রিল) কমিশন সভায় পাচ সিটি করপোরেশনের ভোটের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভা শেষে বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন ভবনে তিনি এ কথা জানান।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই বৈঠকে সাধারণত ইসি কর্মকর্তারা থাকেন৷ তবে বৃহস্পতিবারের এ সভায় সিইসিসহ পূর্ণ কমিশন উপস্থিত ছিলেন৷ সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি রোডম্যাপ থেকে যেন পিছিয়ে না থাকে, সেভাবে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনী মালামাল ক্রয়, ব্যালট বক্স, ভোটকেন্দ্র স্থাপনসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজ এগিয়ে রাখার কথা বলেছে কমিশন৷

এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব থেকে কী রাখা হয়েছে আর কী রাখা হয়নি তা এখনই বলা যাবে না।

/এমএন

Exit mobile version