Site icon Jamuna Television

মেট্রোর বাকি দুই দরজা খুলছে কাল, বাড়ছে চলাচলের সময়

ফাইল ছবি

আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ কথা জানান। আর শুক্রবার (৩১ মার্চ) থেকে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হবে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হতে যাচ্ছে।

এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্টের পারফরমেন্স পরীক্ষা আগামী জুলাই থেকে শুরু হবে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেয়া হয়। প্রথমে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করে। পরে পর্যায়ক্রমে আরও ৫টি স্টেশন চালু হয়।

/এমএন

Exit mobile version