Site icon Jamuna Television

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে বুধবার (২৯ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা’র।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা জানা যায়নি। তাছাড়া হেলিকপ্টারে কতজন ছিলেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এ দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কা রয়েছে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট বার্তায় ঘটনাস্থলে পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।

/এনএএস

Exit mobile version