Site icon Jamuna Television

সার্ভার জটিলতায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ

হিলি প্রতিনিধি:

সার্ভার জটিলতায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেলা ১০টা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ফলে ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে আটকা পড়েছে শত-শত পাসপোর্ট যাত্রীরা। চরম দুর্ভোগে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ রোগীরা, সেই সাথে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা নারী-শিশু ও বয়োবৃদ্ধদের।

পাসপোর্ট যাত্রীরা জানান, কেউ ভারতে চিকিৎসার জন্য আবার কেউ স্বজনদের সাথে দেখা করতে আবার কেউ ঘুরতে ভারতে যাচ্ছেন। এ জন্য আগে থেকেই তাদের বিমান-ট্রেন ও বাসের টিকেট কাটা রয়েছে। সময় মতো ভারতে প্রবেশ করতে না পারলে চরম ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, সকাল থেকে ইমিগ্রেশনের কাজ স্বাভাবিক চললেও বেলা ১২টার দিকে ইমিগ্রেশনের সার্ভার হঠাৎ ডাউন হয়ে আসে। এরপর থেকে সার্ভারে আর কাজ করছে না। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ম্যানুয়ালি পদ্ধতিতে ইমিগ্রেশনের কার্যক্রম চালু করা হয়েছে। তবে এই পদ্ধতি কিছুটা ধীরগতি হওয়ায় যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৬শ’ থেকে ৭শ’ পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। বেড়াতে যাওয়ার পাশাপাশি অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য গিয়ে থাকে।

ইউএইচ/

Exit mobile version