Site icon Jamuna Television

রাজা বল্লাল সেনের দীঘিতে মিললো কষ্টি পাথরের মূর্তি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের রামপালের রাজা বল্লাল সেনের দিঘী থেকে মহামূল্যবান কষ্টি পাথরের মূর্তির মস্তক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লালসেনের দিঘীতে কৃষিকাজের জন্য সেচের পানির লাইন করতে গিয়ে কষ্টি পাথরের মূর্তির মস্তকটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করা হয়।

প্রাচীন মূর্তির মস্তকটি স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন মাটি শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী মূর্তিটি বুঝে নেন।

সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বারী এ বিষয়ে জানান, স্থানীয় কৃষক রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটির শ্রমিকরা কাজ করার সময় মূর্তিটি পাওয়া যায়। প্রাথমিক নিরীক্ষার পরে মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে।

এটিএম/

Exit mobile version