Site icon Jamuna Television

নতুন যুবরাজ পেলো আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার বড় ছেলে খালিদকে আবুধাবির যুবরাজ নিয়োগ করেছেন। তেলসমৃদ্ধ এই দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও তিনি তার ভাইদের নিয়োগ দিয়েছেন। বুধবার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। খবর রয়টার্সের।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ডব্লিউএএম বার্তা সংস্থা জানায়, শেখ খালিদ বিন মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানকে গত বুধবার যুবরাজ নিয়োগ করা হয়েছে। গত বছর শেখ মোহাম্মাদ গত বছর প্রেসিডেন্ট হওয়ার পর গুঞ্জন উঠে যে, তিনি তার কোন ভাইকে তার উত্তরাধিকারী করতে পারেন। সেক্ষেত্রে প্রথম দিকে যাদের নাম ছিল তারা হলেন শেখ তাহনুন বিন জায়েদ। দেশটির শক্তিধর জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান তিনি। এরপর ম্যানচেস্টার সিটি ফুটবলের মালিক শেখ মানসুর এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ।

এক পৃথক ঘোষণায় শেখ জায়েদ শেখ মনসুরকে ইউএই’র ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছেন। ফেডারেল সুপ্রিম কাউন্সিলের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। শেখ তাহনুন ও আরেক ভাই শেখ হাজ্জাকে আবুধাবির উপশাসক নিয়োগ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version