Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই সাড়ে চার লাখ একর জমি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে সাড়ে চার লাখ একর জমি। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশান এ তথ্য জানিয়েছে। আরও এক মাস দাবানল চলবে বলেও জানান তারা।

রাজ্যের পৃথক ১৮টি স্থানে ব্যাপক আকারে জ্বলছে আগুন। তীব্রতা সবচেয়ে বেশি উত্তরাঞ্চলের তিন এলাকায়। শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্রতায় ক্রমশ বাড়ছে আগুনের আঁচ। নতুন করেও অনেক জায়গায় আগুন লাগছে বলেও জানায় ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশান ডিপার্টমেন্ট।

এরইমধ্যে আগুন নেভাতে কাজ করছে ১৪ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। পরিস্থিতির ভয়াবহতায় এ কাজে যোগ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে এক হাজারের বেশি কয়েদি। সহযোগিতার জন্য ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের একদল ফায়ার সার্ভিস বিশেষজ্ঞ।

এখন পর্যন্ত আগুনের মাত্র এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মাসব্যাপী এ দাবানলে প্রাণ গেছে সাতজনের। পুড়ে গেছে দেড় হাজারের বেশি স্থাপনা। গৃহহীন হয়েছে লাখো মানুষ।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version