Site icon Jamuna Television

সুরমা মেইল লাইনচ্যুত, সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

সুরমা মেইলের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সিলেটের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে দুর্ভোগে পড়েছেন সুরমা মেইলের যাত্রীরা। তারা ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে, সিএনজি, মিনিবাসে করে গন্তব্যের দিকে রওনা করেছেন।

এ বিষয়ে মোগলাবাজার স্টেশন কর্মকর্তা মো. শাজাহান জানান, সুরমা মেইলের কোচ লাইনচ্যুত হয়েছে। উদ্ধারের কাজ চলছে।

এদিকে দুর্ঘটনায় আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা ট্রেন আটকা পড়েছে।

Exit mobile version